শোনা যাচ্ছে বলিউড তথা দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকা পূজা হেগরে ইয়াশের পরবর্তী ফিল্মের নায়িকা হতে পারেন, যে ছবির পরিচালনাও করেছেন স্বয়ং ইয়াশ। যদিও সবটাই অঘোষিত এখনও অবধি।কেজিএফ চ্যাপ্টার ট্যু এখনও অবধি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং ইয়াশ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন।