২২ বছর পূর্তি কার্গিল বিজয় দিবসের। সারা দেশ জুড়ে ২২ তম কার্গিল দিবস পালন করা হচ্ছে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে যে সমস্ত বীর সেনা দেশের জন্য শহিদ হয়েছেন, তাদের সকলের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। ১৯৯৯ সালে ভারতও পাকিস্তানের যুদ্ধের সমাপ্তি উপলক্ষ্যে প্রত্যেক বছর ২৬ জুলাই পালন করা হয় এই কার্গিল দিবস। ১৯৯৯ সালে ভারতের জম্মু ও কাশ্মীরের আউটপোস্টগুলি দখল করার চেষ্টা করে পাকিস্তান, তখনই শুরু হয় যুদ্ধ, যার নাম দেওয়া হয় 'অপারেশন বিজয়'। ৬০ দিনের এই যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ৫২৭ জন সেনা প্রাণ হারায়। তারা বীরত্বের সাথে দেশবাসীর জন্য লড়াই করেছিল এবং কার্গিল বিজয় দিবস কেবল ভারতেরই জয় নয়, যারা 'অপারেশন বিজয়' কে সাফল্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, সেই ১০ বীর যোদ্ধাদের অবদান স্বর্ণাক্ষরে জ্বলজ্বল বিশ্ববাসীর হৃদয়ে।