গ্রেনাডিয়ার যোগেন্দ্র সিং যাদব
গ্রেনাডিয়ার যোগেন্দ্র সিং যাদব ছিলেন কার্গিলের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি পরম বীরচক্র পেয়েছিলেন। ১৯৯৯ সালে আগস্ট মাসে, নয়াব সুবেদার যোগেন্দ্র সিং যাদবকে পরম বীরচক্র প্রদান করা হয়েছিল। তার ব্যাটালিয়ন ১২ জুন, ১৯৯৯ সালে টোলিং টপকে দখল করে এবং সেই প্রক্রিয়াটিতে ২ জন অফিসার, ২ জন জুনিয়র কমিশনার অফিসার এবং ২১ জন সেনা তাদের জীবন উৎসর্গ করে।