করোনার মধ্যে 'Pregnant' হয়ে পড়েছেন, ভুল করেও করবেন এই কাজগুলি, জানুন কেন

করোনার মধ্যে আচমকাই প্রেগন্যান্ট হয়ে পড়েছেন। গর্ভধারণের সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ তেমনই এই সময়টা ভীষণই ঝুঁকিপূর্ণ।
গর্ভধারণ করলেই হল না অনেক ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে। তা হলই সমস্যায় পড়তে পারেন। আর যারা প্ল্যান করে সন্তান ধারণ করছেন তারা গর্ভধারণের অন্তত তিন মাস আগে থেকে পরিকল্পনা করে সমস্তটা গুছিয়ে নিন। তবে গর্ভধারণ করার পর এই ভুলগুলি করবেন না একদমই, তাহলে জটিল সমস্যায় পড়তে হবে আপনাকে এবং গর্ভের সন্তানকেও।
 

Riya Das | Published : Jun 14, 2021 6:43 AM IST / Updated: Jun 14 2021, 12:14 PM IST
16
করোনার মধ্যে 'Pregnant' হয়ে পড়েছেন, ভুল করেও করবেন এই কাজগুলি, জানুন কেন

গর্ভধারণের আগে যতটা পারবেন ওজন কমিয়ে নিন। তাই আগে থেকেই ডায়েটেশিয়ানের সঙ্গে কথা বলে নিন। কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ার পর কখনওই ওজন কমানোর চেষ্টা করবেন না। প্রতি সপ্তাহে ওজন পরীক্ষা করে নিন।

26

গর্ভধারণের আগে ভ্রমণ নিয়ে চিন্তা না করলেই চলে কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ার পর অনেক বেশি সর্তক থাকা প্রয়োজন। ট্রেনে বা গাড়িতে খুব বেশি ভ্রমণ না করাই ভাল।

36

ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটি গর্ভের সন্তানের অস্বাভাবিকতা প্রতিরোধে সহায়তা করে। 

46

গর্ভধারণের কথা ভাবলে সবার আগে ক্যাফেইন থেকে দূরে থাকুন। এমনকী গর্ভধারণের পরেও ক্যাফেইন না খাওয়াই ভাল।

56

অনেকেই আছেন যারা ধূমপান ও মদ্যপান করে থাকেন তারা গর্ভধারণের আগে এই নেশা থেকে বিরত থাকুন।

66

গর্ভধারণের পূর্বেই  জেনে নিন আপনার জেনেটিক্স কি বলছে। গর্ভপাত অনেক সময় জেনেটিক্স কারণেও হয়ে থাকে। এই জন্য গর্ভধারণের  আগে ভাল কোনও গাইনোকলিজস্টের সঙ্গে পরামর্শ  নিয়ে নিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos