ঘূর্ণিঝড় তাউতে (Cyclone Tauktae)
২০২১ সালের ভারত প্রথম যে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করে, সেটি হল আরব সাগর থেকে উত্থিত ঘূর্ণিঝড় তাউতে। ১৭ মে দক্ষিণ গুজরাতে আছড়ে পড়েছিল এই অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়। গুজরাতের পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ এবং আহমেদাবাদ, এবং মুম্বইসহ মহারাষ্ট্র ও গোয়াতেও এই ঝড় তাণ্ডব চালিয়েছে। সব মিলিয়ে ১৭৪ জনবের মৃত্যু হয়েছে। ৮১ জন এখনও নিখোঁজ।