হংকং নতুন করে আক্রান্ত
স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন শুক্রবার ২০ হাজারেও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১, ০১৬,৯৪৪। হংকংএ মৃত্যু হয়েছে ৫৪০১ জনের। হংকং-এর স্বাস্থ্য আধিকারিকতা ইতিমধ্যেই সতর্ক করেছেন দেশের মানুষকে। কোভিড বিধি মেন চলার পরামর্শ দেওয়া হয়েছে।