টোকিও ২০২০ অলিম্পিকে নীরজ চোপড়ার হাত ধরে স্বপ্নপূরণ হয়েছে ১৩০ কোটি দেশবাসীর। দ্বিতীয় থ্রোয়ে ছোড়া নীরজের জ্যাভলিনরে দূরত্ব ৬টি চেষ্টাতেও পার করতে পারেননি অন্যান্য অ্যাথলিটরা। ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে নীরজের গলায় ওঠে সোনার পদক।
সোনা জিতে দেশবাসীর স্বপ্নপূরণ নয়, একগুচ্ছ রেকর্ড তৈরি করলেন নীরজ চোপড়া। ২০০৮ বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা পেলেন নীরজ চোপড়া। একইসঙ্গে স্বাধীনতার পর অলিম্পিক্স অ্যাথলেটিক্সে প্রথম পদক জিতল ভারত।
নীরজের সোনা জয়ের সৌজন্য সঙ্গে সঙ্গে টোকিও অলিম্পিকে ভারত ছাপিয়ে গেল লন্ডন অলিম্পিককেও। লন্ডনে ভারতের ঝুলিতে এসেছিল ৬টি পদক, যা ছিল সর্বোচ্চ। এদিন নীরজের সোনা জয়ে টোকিও অলিম্পিকে ভারতের পদক সংখ্যা হল ৭। নীরজের সোনা জয়ে দেশজুড়ে উৎসবের পরিবেশ।
নীরজের সোনা জয়ের পর শুধু শুভেচ্ছা নয়, পুরস্কারের জোয়ারে ভাসছেন নীরজ চোপড়া। আর্থিক পুরস্কার ১১কোটি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নীরজ চোপড়ার সোনা জয়ের পর ৬ কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন। এর বাইরে, রাজ্য সরকার চাকরি ও হরিয়ানার যে কোনও জায়গায় ৫০ শতাংশ ছাড়ে জমি পাবেন।
হরিয়ানার পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও নীরজকে তার সোনা জয়ের পর ২ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। তিনি বলেন, নীরজের পাঞ্জাবের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, তার সোনা জেতা সব পাঞ্জাবের জন্য গর্বের বিষয়।
এছাড়াও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি কারী নীরজ চোপড়ার জন্য আর্থিক পুরস্কার গোষণা করেছে। মণিপুর সরকার নীরজ চোপড়াকে দিচ্ছে এক কোটি টাকা।
ঐতিহাসিক সোনা জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকেও নীরজ চোপড়ার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও নীরজ চোপড়াকে এক কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি একটি বিশেষ জার্সিও তৈরি করছে সিএসকে। নীরজ ফাইনালে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছেন, তাই সেই জার্সির নম্বরও থাকবে ৮৭৫৮।
নগদ অর্থ ছাড়াও, অনেক কোম্পানি নীরজ চোপড়াকে তাদের পরিষেবা প্রদান করেছে। যেখানে বিমান সংস্থা ইন্ডিগো তাকে পুরো বছরের জন্য বিনামূল্যে টিকিট ঘোষণা করেছে। ফলে এক বছর ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবে।
মহীন্দ্রা গাড়ি কোম্পানির মালিক আনন্দ মহীন্দ্রাও অলিম্পিকে সোনা জয়ের জন্য একটি গাড়ি উপহার দেওয়ার ঘোষণা করেছেন। নীরজকে একটি এক্সইউভি ৭০০ গাড়ি দেওয়া হবে, যার বাজারমূল্য এই মুহূর্তে ২৮-৩০ লক্ষের কাছাকাছি।