পাকিস্তানের কোন ৫ ক্রিকেটার ত্রাস হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার, দেখে নিন এক ঝলকে

আজ সুপার সানডে-তে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত বনাম পাকিস্তান (India va Pakistan) মহারণ। একদিকে গতবার টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম  ইন্ডিয়া (Team India)। অপরদিকে, পাকিস্তান দল নিজেদের তাতাচ্ছেন টি২০ বিশ্বকাপে ১০ উইকেটে ঐতিহাসিক জয়কে স্মরণ করে। আজকের ম্য়াচে ভারতীয় দলকে যে কঠি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। জেনে নিন মেগা ম্যাচে পাকিস্তানের কোন ৫ ক্রিকেটার ভারতের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

Sudip Paul | Published : Aug 28, 2022 8:29 AM IST / Updated: Aug 28 2022, 02:01 PM IST

15
পাকিস্তানের কোন ৫ ক্রিকেটার ত্রাস হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার, দেখে নিন এক ঝলকে

বাবর আজম-
পাকিস্তান দলের শুধু অধিনায়ক নয়, দলের ব্যাটিং লাইনআপের মেরুদন্ডের নাম বাবর আজম। বিশ্ব ক্রিকেটেও তিন ফর্ম্যাটে বর্তমানে তিনি অন্যতম সেরা ব্যাটসম্যান। গত বছর টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ে অনবদ্য ইনিংস খেলেছিলেন বাবর আজম। ফলে রবিবাসরীয় মেগা ম্যাচে বাবর আজমকে আউট করা ভারতীয় বোলারদের অন্যতম প্রধান লক্ষ্য।

25

মহম্মদ রিজওয়ান-
পাকিস্কান দলের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান খুবই অল্প সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছে। গত বছর টি২০ বিশ্বকাপের ম্য়াচেও বাবর ও রিজওয়ানের ব্যাটে ভর করেই ১০ উইকেটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ফলে রিজওয়ানের জন্যও পরিককল্পনা তৈরি রাখতে হবে রোহিত শর্মাকে।

35

ফকর জামান-
পাকিস্তান ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ ফকর জামান। ইনিংস গড়ার পাশাপাশি প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিংও করতে পারেন তিনি। ভারতের বিরুদ্ধে বরাবর ভালো ব্যাটিং করেন ফকর। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শকরান করেছিলেন ফকর জামান। ফলে আজ ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ হতে পারেন তিনি।

45

আসিফ আলি-
বর্তমানে পাকিস্তান ব্যাটিং অর্ডারে হার্ড হিটার বলতে যা বোঝায় তিনি আসিফ আলি। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন তিনি। বিগ হিট করতে সিদ্ধহস্তক। ভারতের বিরুদ্ধে নামার জন্য অনুশীলনে রোড ১০০ থেকে ১৫০টি ছয় মেরেছেন বলে নিজেই জানিয়েছেন আসিফ আলি। ফলে ডেথ ওভারে তাকে আটকানো চ্যালেঞ্জ হতে পারে ভারতীয় বোলারদের জন্য।

55

শাদাব খান-
পাকিস্তান দলের অন্যতম সেরা অলরাউন্ডার শাদাব খান। মিডল অর্ডারে ব্যাটিংকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন তিনি। এছাড়া তার স্পিন বোলিংও পাকিস্তান দলের বড় ভরসা।  ভারতের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্য়ান্স করে দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছেন শাদাব খান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos