অনুশীলনে পুরো দলের সঙ্গে কথা বলেন দিল্লি দলের কোচ রিকি পন্টিং। সকলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি গোটা দলকে পেপ টকও দেন অজি কোচ।
210
এমনিতে হাসিখুশি হলেও, শেষ অনুশীলনে খুবই হাসিখুশি দেখা গেল দিল্লি দলের ওপেনার শিখর ধওয়ানকে। চুটিয়ে ব্যাটিং অনুশীলন করেন তিনি।
310
মনযোগ সহকারে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল দলের অধিনায়ক শ্রেয়স আইয়রকেও। একইসঙ্গে কোচের সঙ্গে রণনীতি নিয়েও আলোচনা করেন তিনি।
410
দলের অন্যতম বিগ হিটার ঋষভ পন্থকে পাওয়া গেল নিজের মেজাজেই। শেষ অনুশীলনে একের পর এক বিগ হিট মেরে নিজেকে আরও একবার জালিয়ে নেন তিনি।
510
দিল্লি দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসা ইশান্ত শর্মা। শেষ অনুসীলনে তিনিও পরোপুরি নিজের শক্তি অনুয়ায়ী বল করলেন। বুঝিয়ে দিলেন তৈরি তিনিও।
610
অপরদিকে দলের অন্যতম তারকা পেসার কাগিসো রাবাডাও নিজের মেজাজেই বল করলেন দলের অনুশীলনে। গতবারও নজর কেড়েছিলেন প্রোটিয়া তারকা।
710
বোলিংয়ের পাশিপাশি চুটিয়ে ফিল্ডিং অনুশীলনও করলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার কাগিসো রাবাডা। দুরন্ত কয়েকটি ক্যাচও ধরেন তিনি।
810
ক্যারেবিয়ান তারকা কেমো পালও দলের শেষ অনুশীলনে নিজেকে উড়ার করে দেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নজর কাড়ার ক্ষমতা রয়েছে তারা।
910
দিল্লি দলে স্পিন বিভাগের অধিনায়ক নিঃসন্দেহে রবিচন্দ্রন অশ্বিন। নেটে তিনিও নিজের যাবতীয় স্পিনের ভেলকির অস্ত্র আরও একবার ঝালিয়ে নেন।
1010
দলের অপর স্পিনার অক্সর প্যাটেলও নেটে নিজেরে সেরাটা দিলেন। তার সঙ্গে আলাদা করে কথাও বলেন কোচ রিকি পন্টিং। ফলে প্রথম ম্য়াচে নামাদ জন্য পুরোপুরি প্রস্তুত দিল্লি ক্যাপিটালস।