২০১৭ সালে, হার্দিকের নাম অভিনেত্রী তথা গায়িকা শিবানী দান্দেকরের সঙ্গেও জুড়ে গিয়েছিল। এই গুঞজন শুরু হয়েছিল, একটি টুইটার বার্তালাপের মধ্য দিয়ে। শিবানি হার্দিককে ভাল খেলার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। হার্দিক তার জবাবে ধন্যবাদ জানান। যার উত্তরে শিবানী লিকেছিলেন, 'মুয়াহ, বিস্ট মোড'। ওই চুম্বনের শব্দই পরিণত হয়েছিল সম্পর্কের গুঞ্জনে। আর তবে তা বরাবর গুঞ্জনই থেকে গিয়েছে, দানা বাঁধেনি।