প্রেম-সহবাস তারপর বিয়ে, জানুন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যক্তিগত জীবনের কাহিনি

Published : Mar 16, 2021, 06:04 PM ISTUpdated : Mar 17, 2021, 10:37 AM IST

২০১৯ সালে অধিনায়ক হিসেবে দেশকে ক্রিকেট বিশ্বকাপ জিতিয়ে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়েছেন ইয়ন মর্গ্যান। আইপিএল ২০২০-তে মাঝ পথ থেকে সামলেছেন কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব। বর্তমানে টি২০ ও একদিনের সিরিজ খেলতে ভারতে রয়েছেন মর্গ্যান। ক্রিকেটের বাইরে ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক ইয়ন মর্গ্যান। দীর্ঘ বছর প্রেম করার পর তিনি বিয়ে করেছেন তার প্রেমিকা তারা রিডওয়েকে। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। চলুন আইপিএলের মাঝেই জেনে নেওয়া যাক কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান ও তার স্ত্রী তারা রিডওয়ের বিষয়ে।  

PREV
113
প্রেম-সহবাস তারপর বিয়ে, জানুন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যক্তিগত জীবনের কাহিনি

ইয়ন মর্গ্যানের স্ত্রী তারা রিডওয়ে একজন অস্ট্রেললিয়ান। তার বেড়ে ওঠা অ্যাডিলেডে। তারা রিডওয়ে আইন ও পিআর নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে ইংল্যান্ডের নামকরা ফ্যাশন ব্র্যান্ড বারবেরির লন্ডন অফিসের পিআর কর্ডিনেটর হিসেবে কাজ করেন।

213

২০১১ সালে তারার যখন মাত্র ১৭ বছর বয়স তখন আলাপা হয়েছিল তরুণ ইয়ন মর্গ্যানের সঙ্গে। তারপর দীর্ঘ ৬ বছর তারা ডেটিং করেন।

313

৬ বছর ধরে প্রেম করেন তারা। এরপর ২০১৭ সালে বাগদান সেরে ফেলেন বর্তমান ইংল্যান্ড অধিনায়ক ও তারা রিডওয়ে।
 

413

প্রেম করার সময় থেকেই তারা একসঙ্গে লিভি ইন করতেন। তাদের সম্পর্কের কথা সকললেরই জাননা ছিল। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে।
 

513

দীর্ঘ বছর প্রমে করার পর অবশেষে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে করার সিদ্ধান্ত নেন ইয়ন মর্গ্যান ও তার বান্ধবী।

613

যদিও খেলা থাকার কারণের জন্য তারপর ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে সম্পন্ন হয়নি ইয়ন মর্গ্যান ও তারা রিডওয়ের। নভেম্বর মাসে অবশেষে হয় তাদের বিয়ের।

713

ঐতিহাসি ব্যাবিংটন হাউসে সম্পন্ন হয়েছিল মরগ্যান ও তারার বিয়ের অনুষ্ঠান। তাদের বিয়েতে মোট ১৩০ জন উপস্থিত ছিল।

813

বিয়ের পর ইয়ন মরগ্যানের পরিবার ও তারা রিডওয়ের পরিবার প্রথা মেনে একসঙ্গে ফটোশুটও করেন।

913
বিয়ের অনুষ্ঠানের পর বন্ধুদের সঙ্গেও সময় কাটান ইয়ন মর্গ্যান ও তারা রিডওয়ে। বন্ধুদের সঙ্গে মজা করে তারার এই ছবিটি মনে ধরেছিল সকলের।
1013

বিয়ের দিন ফটোশুটও করেন দুই নব দম্পতি। সূর্যের আলোর আভায় ঘনিষ্ঠ মুহূর্তে তাদের ফটো শুট সকলের খুবই পছন্দ হয়েছিল।

1113

বিয়ের পর ছোট করে পার্টিও দিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক। সেই পার্টিতেও নিজের রোমান্টিকতার পরিচয় দেন মর্গ্যান। ঘনিষ্ঠ মুহূর্তে একে অপরের সঙ্গে ডান্স করেন মর্গ্যান ও তারা।

1213

২০১৯ সালে বিশ্বকাপ জয়ের পর সেই আনন্দ স্ত্রীর সঙ্গে ভাগ করে নেন ইয়ন মর্গ্যান। তাদের সম্পর্কের রসায়নও খুব ভাল। সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।

1313

মরগ্যান ও তার স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো। বর্তমানে টি২০ সিরিজ ও একদিনের সিরিজ খেলার জন্য ভারতে এসেছেন ইয়ন মর্গ্যান। সফরে মর্গ্যানের সাফল্য কামন করেছেন তার স্ত্রী।  
 

click me!

Recommended Stories