সচিন ও পন্টিংকে পেছনে ফেলে শীর্ষে বিরাট কোহলি, কী এমন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক

টেস্ট ও টি২০ সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত ব্যাটে রানের খরা থাকায় বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু দ্বিতীয় টি২০ থেকে রানে ফিরতেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারত অধিনায়ক। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রান করেন বিরাট। একইসঙ্গে গড়লেন আরও এক নজির। পেছনে ফেললেন সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংকে।

Sudip Paul | Published : Mar 24, 2021 9:17 AM IST
110
সচিন ও পন্টিংকে পেছনে ফেলে শীর্ষে বিরাট কোহলি, কী এমন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দলের ৬৪ রানে রোহিত শর্মা আউট হওয়ার পরই ক্রিজে আসেন বিরাট কোহলি। শিখর ধওয়ানের সঙ্গে ১০৫ রানে পার্টনারশিপ গড়েন তিনি। ৫৬ রানের ইনিংস খেলে দলকে ভালো জায়গায় নিয়ে যান ভারত অধিনায়ক।
 

210

৫৬ রান করে আউট হওয়ার আগেই অনন্য নজির গড়ে ফেলেছিলেন বিরাট কোহলি। ব্যক্তিগত ৫৪ রানে পৌছতেই কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংদের সঙ্গে একই আসনে বিরাজমান হলেন বিরাট কোহলি।
 

310

শুধু একই আসনে বিরাজমান নয়,সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, মাহেলা  জয়াবর্ধনে, কুমারা সঙ্গাকারা, জ্যাক কালিসদেরর পেছনে ফেলে দিলেন বিরাট।

410

সবথেকে কম ইনিংসে দেশের মাটিতে ১০ রান করা ক্রিকেটারে পরিণত হন ভারত অধিনায়ক।  বিরাট কোহলি ১৯৫টি ইনিংসে ৬১.৭৪ গড়ে এই রেকর্ড গড়লেন।

510

ঘরের মাঠে ১০ হাজার রান করতে পন্টিং খরচ করেন ২১৯টি ইনিংস। সচিন তেন্ডুলকর নেন ২২৩টি ইনিংস। সেখানে ১৯৫ ইনিংসে ১০ হাজাকর রান করে শীর্ষে উঠে এলেন বিরাট। 

610

এতদিন একমাত্র ভারতীয় হিসেবে ঘরের মাঠে ১০ হাজার রান করার কৃতিত্ব ছিল তেন্ডুলকরের নামে। সেই তালিকেও এবার সচিনের পাশে নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি।

710

ভারতের মাটিতে সচিনের মোট রান ১৪১৯২৷ ৩১৩ ইনিংসে এই রান করেছেন মাস্টার ব্লাস্টার৷ গড় ৫০.৩২৷ সেঞ্চুরি সংখ্যা ৪২টি৷ কোহলি ১০ হাজার রানে পৌঁছতে নিয়েছেন ১৯৫টি ইনিংস৷ গড় ৬১.৭৪৷ সেঞ্চুরির সংখ্যা ৩২টি৷
 

810

১৪১৯২ রানের মধ্যে সচিন টেস্টে ঘরের মাঠে রান করেছেন ৭২১৬৷ আর এখনও পর্যন্ত কোহলি করেছেন ৩৭৩০৷ ওয়ান ডে ক্রিকেটে সচিন করেছেন ৬৯৭৬ রান৷ যার মধ্যে রয়েছে ২০টি সেঞ্চুরি এবং ৩৮টি হাফ-সেঞ্চুরি৷ অন্য দিকে কোহলি ওয়ান ডে ক্রিকেটে করেছেন ১৯টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিসহ ৪৯২১ রান৷
 

910

সম্প্রতি টি২০ সিরিজ থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। টি২০ ক্রিকেটে প্রথম ব্য়াটসম্যান হিসেবে ৩ হাজার রান পূরণ করেছেন বিরাট কোহলি। টি২০ ক্রিকেটে সবথেকে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বিরাট।
 

1010

পাশাপাশি অধিনায়ক হিসেবে সব ধরনের ক্রিকেটে মিলিয়ে ১২ হাজার রান করার এলিট ক্লাবে প্রবেশ করার রেকর্ডও এই সিরিজে গড়েছেন বিরাট কোহলি। যেই ক্লাবে কোহলি ছাড়াও রয়েছেন প্রাক্তন অজি ও প্রোটিয়া অধিনায়ক রিকি পন্টিং ও গ্রেম স্মিথ।


 

Share this Photo Gallery
click me!

Latest Videos