ইনিংস: ৫, রান: ৭৫, উইকেট: ০
বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কপালে সবথেকে বেশি ভাঁজ রয়েছে যে ক্রিকেটারকে নিয়ে তার নাম হার্দিক পান্ডিয়া। তিনি এখনও পুরোপুরি সুস্থ কিনা, তাই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম দুই ম্যাচে তাঁকে খেলানোই হয়নি। পরের ৫ ম্যাচে খেলে রান করেছেন ৭৫। একি মাত্র ম্যাচে তিনি ৪০ রান করেছেন। তা ছাড়া বলার মতো রান নেই তাঁর ব্যাটে। বলে বলে ছয় মারতেও পারছেন না। উইকেট নেবেন কি, একটি ম্যাচেও বল করতে পারেননি তিনি। হার্দিককে বিশ্বকাপের ভারতীয় দলে নেওয়াই হয়েছে তাঁর অলরাউন্ড দক্ষতার জন্য। তাঁকে দেখা হয়েছিল ফিনিশারের ভূমিকায়। সেখানে, বল না করতে পারলে হার্দিককে আদৌ দলে রাখাই উচিত কিনা, সেই প্রশ্ন উঠছে।