হরভজন সিংহ ও প্রথম সন্তানের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতও সুখবরটা জানান গীতা ও হরভজন। ছবিতে দেখা যাচ্ছে, তারকা দম্পতি তাঁদের কন্যা হিনায়া হির প্লাহার সঙ্গে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ৫ বছরের হিনায়ার হাতে একটি টি শার্ট, যাতে লেখা, ‘শীঘ্রই দিদি হতে চলেছি’।