টানা সাত ম্যাচে হার, কী কী লজ্জার রেকর্ড গড়ল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলব ২০২২ যেন এর দুঃস্বপ্ন রোহিত শর্মা ও তার দল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এক এক করে মরসুমের প্রথম সাতটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। এরফলে এতদিন মুম্বইয়ের সাফল্যে রেকর্ড যেমন ছিল সকলের কাছে ঈশ্বর্ণীয় , এবার মুম্বই ইন্ডিয়ান্স গড়ল একগুচ্ছ লজ্জার রেকর্ডও।  এক ঝলকে দেখে নিন সেই সকল রেকর্ডগুলি।

Sudip Paul | Published : Apr 22, 2022 3:27 PM / Updated: Apr 22 2022, 03:28 PM IST
18
টানা সাত ম্যাচে হার, কী কী লজ্জার রেকর্ড গড়ল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপএলের ইতিহাসে লজ্জার নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম সাত ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে রোহিত শর্মার দল। তার সঙ্গে আইপিএলের ইতিহাসে লজ্জার নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ পর্যন্ত আইপিএলে কোনও দল নিজেদের প্রথম সাত ম্যাচে হারেনি।
 

28

এর আগে ২০১৪ সালে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে হেরেছিল মুম্বই। এখনও পর্যন্ত সেটাই ছিল তাদের সব থেকে খারাপ শুরু। যদিও সেই বছর শেষ পর্যন্ত প্লে-অফে ওঠেন রোহিতরা। এ ছাড়া ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) ও ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছিল।

38

মুম্বই সপ্তম দল যারা এক আইপিএলে টানা ছয় বা তার বেশি ম্যাচ হারল। ২০০৮ সালে ডেকান চার্জার্স টানা সাত ম্যাচে হেরেছিল। ২০১৫ সালে পঞ্জাব কিংসও টানা সাত ম্যাচ হারে। দিল্লি ক্যাপিটালস ২০১৩ সালে টানা ছয় ও ২০১৪ সালে টানা ন’ম্যাচে হেরেছিল। ২০১৭ ও ২০১৯ সালে টানা ছয় ম্যাচ হারার নজির রয়েছে আরসিবি-র। ২০১২ ও ২০১৩ সালে টানা ন’ম্যাচ হারে পুণে ওয়ারিয়র্স। এই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। ২০০৯ সালে টানা ন’ম্যাচ হারে তারা।

48

যদিও একটানা আইপিএল ম্যাচ হারের ক্ষেত্রে এটাই সর্বকালীন রেকর্ড নয়। বরং একটানা ১১টি আইপিএল ম্যাচ হারের রেকর্ড রয়েছে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও দিল্লি ডেয়ারডেভিলসের। পুণে ২০১২ সালের শেষ ৯টি ম্যাচ এবং ২০১৩ আইপিএলের প্রথম ২টি ম্যাচে পরাজিত হয়। দিল্লি ২০১৪ আইপিএলের শেষ ৯টি ও ২০১৫ আইপিএলের প্রথম ২টি ম্যাচে হারে।
 

58

চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরে শুধু দল হিসাবে মুম্বই ইন্ডিয়ান্স নয়, দলের অধিনায়ক রোহিত শর্মাও আইপিএলে ব্যক্তিগত ভাবে লজ্জার রেকর্ড গড়েছেন। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে যান রোহিত। তার সঙ্গেই আইপিএলে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন তিনি।

68

আইপিএলে সব থেকে বেশি ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা। তাঁর আগে এই নজির ছিল হরভজন সিংহ, পার্থিব পটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। এ বারের আইপিএলে ব্যাটে রান নেই রোহিতের। প্রথম সাত ম্যাচে তিনি যথাক্রমে ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। মোট রান মাত্র ১১৪। ১৬.২৮ গড়ে এই রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।

78

প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দলের নামও মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত সবথেকে বেশি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। সবকটি ট্রফি মুম্বই জিতেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই দলের কাছে ২০২২ আইপিএলে ঘরের মাঠে এমন লজ্জাজনক পারফরম্যান্স একেববারেই আশা করেননি সমর্থকরা। 
 

88

আগামি ২৪ এপ্রিল রবিবার এই মরসুমের অষ্টম ম্যাচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ কেএল রাহুলের দল লখনউ সুপার জায়ান্টস। প্রথম পর্বের সাক্ষাতে লখনউয়ের কাছে ১৮ রানে হারতে হয়েছিল মুম্বইককে। দ্বিতীয় পর্বে সেই হারের বদলা নেওয়ার  পাশাপাশি প্রতিযোগিতার প্রথম জয় তলে নিতে নরিয়া পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos