২০১৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ভারতের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি এবং ওয়ানডে অভিষেক হয়েছিল। আর টেস্ট অভিষেক হয় তার পরের বছর, ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে টিম ইন্ডিয়ার হয়ে তিনি ৮১টি টি২০ ম্যাচে ১৯০১ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ৮৬, অর্ধশতরান - ১৩টি। ওয়ানডে খেলেছেন ৬২টি। এই ফরম্যাটে তাঁর মোট রান ২৩৭৭। সর্বোচ্চ ১৩৫, শতরান - ৪টি, অর্ধশতরান - ১৯টি। আর চলতি টেস্ট নিয়ে তিনি ৪টি টেস্ট খেলেছেন। এইদিনের শতরান নিয়ে সেই ৪ টেস্টে তাঁর রান ২৯৪। টেস্ট অভিষেকেই ইংল্যান্ডে হাফসেঞ্চুরি করেছিলেন।