বলিউড থেকে টলিউড, লকডাউনের জেরে জমে থাকা একগুচ্ছ ছবি এবার সিনেমা হলে

পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে খুলতে শুরু করেছে প্রেক্ষাগৃহে। দেশজুড়ে ফের শুরু হবে সিনেমা হলে ছবি দেখা সুযোগ। তেমনই বাংলায় সিনেমা হলে খোলার অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে এই সুখবরটি জানিয়েছিলেন তিনি। আজ, ১৫ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খোলার খবর প্রকাশ্যে আসতেই একগুচ্ছ টলিউড এবং বলিউড ছবি তালিকা নিয়ে ব্যস্ত সিনেপ্রেমীরা। পুরনো এবং নতুন কী কী ছবি আসছে সিনেপর্দায় নতুন করে। দেখে নিন এক ঝলকে।

Adrika Das | Published : Oct 15, 2020 12:14 PM IST
18
বলিউড থেকে টলিউড, লকডাউনের জেরে জমে থাকা একগুচ্ছ ছবি এবার সিনেমা হলে

পি এম নরেন্দ্র মোদীঃ মোদীর বায়োপিক মুক্তি পেয়েছিল গত বছর মে মাসের ২৪ তারিখ। এবার সিনেমাহল খুলতে ফের মুক্ত পাচ্ছে প্রধানমন্ত্রীর বায়োপিক। 

28

কেদারনাথঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর ছবি কেদারনাথ ফের মুক্তি পাবে সিনেমহলের পর্দায়।

38

নিউ নর্ম্যালে ঢুকে পড়েছে পুরনো আরও কিছু ছবি। তালিকায় রয়েছে তাপসী পান্নুর 'থাপ্পড়', 'মলাঙ্গ', 'শুভমঙ্গল জাদা সাবধান', 'তানাজি দ্য আনসাং ওয়ারিয়ার', 'ওয়ার'।

48

বলিউডের নতুন ছবির তালিকায় রয়েছে, 'ইন্দু কি জওয়ানি', 'বান্টি ঔর বাবলি', 'সুরজ পে মঙ্গল ভারী', 'সন্দীপ ঔর পিঙ্কি ফারার', 'খালি পীলি'। 

58

অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং মিমির 'ড্রাকুলা স্যার', বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা সেনের রোমান্টিক ড্রামা 'লাভ স্টোরি', অঙ্কুশের 'ম্যাজিক' এবং 'ভয়'।

68

অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং মিমির 'ড্রাকুলা স্যার', বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা সেনের রোমান্টিক ড্রামা 'লাভ স্টোরি', অঙ্কুশের 'ম্যাজিক' এবং 'ভয়'।

78

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের 'হাবজি গাবজি'। লকডাউনের ঠিক আঘেই মার্চ মাসের ৬ তারিখ মুক্তি পেয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। মার্চ মাসেই লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহে। 

88

যার জেরে ছবিটি সফলতার মুখ দেখলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাবে ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার অভিনীত এই ছবি।

Share this Photo Gallery
click me!

Latest Videos