সোমবার রাতেই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা দেব। তবে কি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউড জুটি। মুহূর্তে জল্পনা উষ্কে দিল দেবের পোস্ট। রুক্মিনীকেই বিয়ে করতে চলেছেন দেব! একাধিক প্রশ্ন এখন নেট পাড়ায়।
Jayita Chandra | Published : Jan 14, 2020 7:59 PM / Updated: Jan 14 2020, 08:14 PM IST
টলিউডে পা রাখার কয়েকদিনের মধ্যেই দেবের জীবনে এসেছিলেন শুভশ্রী। তাঁকেই বিয়ে করার কথাও ছিল সবই ঠিক। কিন্তু সেই সম্পর্ক বেশি দূর এগোতে পারেনি।
একের পর এক দেবের সঙ্গে করা শুভশ্রীর ছবি ছিল সুপারহিট। জুটি হিসেবেও তাঁরা নজর কেড়েছিলেন। কিন্তু কয়েকবছরের মধ্যেই তাঁদের ব্রেকআপ হয়ে যায়।
এরপর বেশ কয়েকটা বছরের অপেক্ষা। মাঝে পর পর ছবিও করেছিলেন অভিনেতা দেব। সেখান থেকেই জীবন নিয়েছিল নয়া মোড়।
দেবের বিপরীতে অভিনয় করতে আসেন রুক্মিনী মৈত্র। সেখানেই ইতি টানে অভিনেত্রী। টলিউডে পা রাখার পর থেকেই দেবের সঙ্গে ছবি করেছেন তিনি।
প্রতিটি ছবিতেই বিপরীতে দেব। ক্রমেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। তাঁদের মধ্যে পর্দায় থাকা রসায়ন এক কথায় সুপারহিট।
কানাঘুষো শোনা যেতে থাকে যে তাঁদের মধ্যে সম্পর্কের জল বহুদূর গড়িয়েছে। জুটিকে রিয়েল লাইফেও বেশ মানায়।
অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোট থেকেই দেখেছিলেন রুক্মিনী। তারই মাঝে যখন প্রস্তাব আসে দেবের বিপরীতে অভিনয়ের তখন বেজায় খুশি হয়েছিলেন এই অভিনেত্রী।
প্রকাশ্যেই জানিয়েছিলেন রুক্মিনী দেব-কে যতটা সহজ মনে হয়, শ্যুটিং সেটে ততটাই কঠোর তিনি। সময় জ্ঞান থেকে শুরু করে ক্যামেরার প্রতি সহজ হওয়া সবেতেই যেন সেরাটা দিতে পছন্দ করেন দেব।
একাধিক জায়গাতে এই দুই তারকাকে দেখা যায়। কখনও ছবির প্রমোশনে কখনও আবার ব্যক্তিগত পার্টিতে।
দর্শকদের নজরও কেড়েছে এই জুটি একাধিকবার। প্রকাশ্যেই তাঁদের সম্পর্ক দেখা গেলেও, নিজেরা এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন।
সম্পর্কের সেই বিতর্কই উষ্কে দিলেন এবার দেব। সোমবার রাতে পোস্ট করলেন একটা বিয়ের কার্ড।
এখানেই শেষ নয়, সঙ্গে তিনি আরও বললেন যে কেউ ফাঁস করার আগেই দিয়ে দিলাম এই ছবি। আশা করি আশীর্বাদ করবেন।
মুহূর্তে ভাইরাল সেই কার্ডের ছবি। পাশাপাশি নেট দুনিয়ায় একাধিক প্রশ্ন ধেয়ে আসে তবে পাত্রী কে। রুক্মিনীকেই বিয়ে করতে চলেছেন দেব!
তবে এর থেকে বেশি খোলসা করে কিছুই জানাননি অভিনেতা। ফলে বিয়ের খবর নিয়েও তৈরি হয়েছে জটিলতা। কারুর মতে এটি ছবির খবরও হবে পারে।
বিগত কয়েকবছর ধরে একাধিক দায়িত্ব দেবের কাঁধে। সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বেড়েছে ভার।
সব দিক ব্যালন্স করেই চলতে হচ্ছে দেবকে। একদিতে নিজের একা দেখা শোনা করা, পাশাপাশি অভিনয়কেও সমান তালে এগিয়ে নিয়ে চলা।
তবে কি এবার নয়া দায়িত্ব কাঁধে তুলে নিতে চলেছেন দেব! বিয়ের পিঁড়িতে কি তবে ২০২০-তেই বসবেন অভিনেতা, জল্পনা তুঙ্গে।