বলিউডের অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনিকা কাপুর। তাঁর বেবি ডল, চিটিয়া কালাইয়া ইত্যাদি গানেই জন্য তিনি সঙ্গীত প্রেমীদের কাছে খুবই পরিচিত একটি নাম। তবে ব্যক্তিগত জীবনে যে একাই তিন সন্তানকে সামলানোর সাহস দেখিয়েছেন কনিকা এ কথা প্রায় অনেকেরই অজানা। কণিকা খুব অল্প বয়সে এনআরআই ব্যবসায়ী রাজ চন্দকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু তারা ২০১২ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং এরপর থেকে একাই সন্তানদের মানুষ করছেন কনিকা কাপুর।