মালাইকা অরোরা অর্জুন কাপুরের সঙ্গে কুণাল রাওয়াল অর্পিতা মেহতার প্রি ওয়েডিং পার্টিতে উপস্থিত হওয়ার সাথে সাথে অনুষ্ঠানস্থলের বাইরে থাকা পাপারাজ্জিদের দ্বারা প্যাপড হয়েছিল। মালাইকাকে আইভরি রঙের লেহেঙ্গায় অত্যাশ্চর্য দেখাচ্ছিল। এদিন অর্জুন কাপুর একটি কালো অলঙ্কৃত কুর্তা পায়জামা বেছে নিয়েছিলেন।