এদিকে, বাদশা ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন জেসমিনের সঙ্গে। তাদের বিবাহিত জীবনে রকতলানিতে ঠেকে যায় ২০১৯ সালে । ২০১৭ সালে তাদের মেয়ে জেসামি গ্রেস মাসিহ সিং জন্মগ্রহণ করলেও লকডাউনের সাথে তাদের বৈবাহিক সম্পর্কের আরও অবনতি ঘটতে থাকে। রিপোর্ট অনুযায়ী, জেসমিন তাদের মেয়েকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান।