বিচ্ছেদের রেশ না কাটতেই আবারও প্রেমে পড়লেন বলি পাড়ার রর‌্যাপার বাদশা

"আভি তো পার্টি শুরু হুই হ্যায়"গানটির র‌্যাপারকে নিশ্চয় মনে আছে। হ্যাঁ তিনি আর কেউ নন, তিনি সকলের প্রিয় বাদশা। কিছুদিন আগেই গায়ক তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে ছিলেন খবরের শীর্ষে কিন্তু এবারের গুঞ্জন বাদশার নতুন প্রেম নিয়ে। বিস্তারিত পড়ুন।

Rimpy Ghosh | Published : Oct 12, 2022 2:12 PM
15
বিচ্ছেদের রেশ না কাটতেই আবারও প্রেমে পড়লেন বলি পাড়ার রর‌্যাপার বাদশা

জনপ্রিয় র‌্যাপার বাদশাকে কে না চেনে। বলিউড প্ল্যাটফর্মে দিয়েছেন একের পর এক পাগল করা গান। তার গানের সাথে তাল না মিলিয়ে থাকতেই পারবেন না আপনি। ইদানীং গায়ক তার স্ত্রী জেসমিনের সাথে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে রয়েছেন খবরের শীর্ষে।  এর মধ্যে, আদিত্য প্রতীক সিং সিসোদিয়া ওরফে 'ব্যাডবয়' বাদশার কথিত নতুন প্রেমের আগ্রহ নিয়ে দিয়েছেন কিছু ইঙ্গিত। একাধিক প্রতিবেদন অনুসারে জনপ্রিয় র‌্যাপার প্রেমে পড়েছেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে। তিনি ইশার সঙ্গে ডেট করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে বলি পাড়ায়। আপনারা হয়ত তাকে চেনেন আবার হয়ত তাকে চেনেন না। না চিনলে  ভাবছেন তিনি কে? তাহলে অবশ্যই পুরো খবরটি পড়ুন।

25

বাদশা,তার স্ত্রী জেসমিনের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে সমালোচিত হচ্ছেন প্রায়শই। এবার খবরের চাকা ঘুরছে অন্য পথে, জানা গিয়েছে  আবারও প্রেম করছেন বাদশা।  ইশা রিখি আর কেউ নন তিনিই সে যার প্রেমে পড়েছেন  র‌্যাপার। ইশা হলেন একজন প্রখ্যাত পাঞ্জাবি অভিনেত্রী যিনি চণ্ডীগড়ের বাসিন্দা।

35

বাদশা,তার স্ত্রী জেসমিনের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে সমালোচিত হচ্ছেন প্রায়শই। এবার খবরের চাকা ঘুরছে অন্য পথে, জানা গিয়েছে  আবারও প্রেম করছেন বাদশা।  ইশা রিখি আর কেউ নন তিনিই সে যার প্রেমে পড়েছেন  র‌্যাপার। ইশা হলেন একজন প্রখ্যাত পাঞ্জাবি অভিনেত্রী যিনি চণ্ডীগড়ের বাসিন্দা।

45

এদিকে, বাদশা ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন জেসমিনের সঙ্গে। তাদের বিবাহিত জীবনে রকতলানিতে ঠেকে যায় ২০১৯ সালে । ২০১৭ সালে  তাদের মেয়ে জেসামি গ্রেস মাসিহ সিং জন্মগ্রহণ করলেও লকডাউনের সাথে তাদের বৈবাহিক সম্পর্কের আরও অবনতি ঘটতে থাকে। রিপোর্ট অনুযায়ী, জেসমিন তাদের মেয়েকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান।
 

55

কাজের ফ্রন্টে, বাদশাকে সম্প্রতি 'ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এর দ্বিতীয় সিজনে দেখা গিয়েছে যেখন তিনি উপস্থিত ছিলেন একটি এপিসোডে। ঠিক এই সময়ে, বাদশা, প্রথমবার প্রকাশ্যে তার সম্পর্কের স্ট্যাটাস 'সিঙ্গেল' হিসাবে নিশ্চিত করেছিলেন, যখন করণ জোহর এই এপিসোডে  সীমা সাচদেবের সঙ্গে বাদশাকে ফিক্স করার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন

লাস্যে ভরা শরীরে জ্বলছে আগুন, বাদশার নতুন গানে যৌবনে ঝড় তুললেন তামান্না ভাটিয়া

ইন্ডিয়া গট ট্যালেন্ট সেটে এ কি ভয়ানক কাণ্ড, আগুন দেখে চমকে উঠল শিল্পা-বাদশা

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos