কাজল-খেসারির গানে ঝড় সোশ্যাল মিডিয়ায়, মুহূর্তে ভাইরাল ভিডিও

খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানি সমন্বিত ভোজপুরি গান আহু এহ ওড়িয়া ইউটিউবে গুঞ্জন তৈরি করছে। খেসারি লাল যাদব, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক বিখ্যাত নাম, তার গান এবং ভিডিওগুলি প্রত্যেক মুহূর্তে দর্শকদের মন জয় করে । খেসারির পুরানো এবং নতুন ট্র্যাকগুলি অনলাইনে যথেষ্ট জনপ্রিয় 
 

Ishanee Dhar | Published : Sep 4, 2022 3:37 PM IST
14
কাজল-খেসারির গানে ঝড় সোশ্যাল মিডিয়ায়, মুহূর্তে ভাইরাল ভিডিও

খেসারির পুরানো এবং নতুন ট্র্যাকগুলি অনলাইনে বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া ভোজপুরি গান "আহু এহ ওড়িয়া" নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। ইউটিউবে সম্প্রতি ভাইরাল কাজল ও খেসারির এই গান। এখন পর্যন্ত 20,453,161 জন এই ভিডিও দেখেছে। 
24

এই গানের পরই কাজল-খেসারির জুটির প্রসংশায় পঞ্চমুখ দর্শকরা। ইতিমধ্যে গানটিকে ৭৫ হাজার মানুষ পছন্দ করেছেন। একের পর এক প্রশংসাও এসেছে এই গানে। 

34

এই ভিডিও তে একধিক ঘনিষ্ট দৃশ্যে দেখা গিয়েছে খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানিকে। তাঁদের দুজনের কেমিষ্ট্রি নজর কেড়েছে দর্শকদের। 

44

নাগদেব সিনেমার এই গানটি খেসারি লাল যাদব নিজেই গেয়েছেন। সহযোগী শিল্পী ছিলেন প্রিয়েঙ্কা সিং। গানটিতে কথা দিয়েছেন শ্যাম দেহাতি, ও সুর রাজেন্দ্রা প্রসাদের। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos