নুসরতের স্বপ্নপূরণ, মধ্যরাতে জন্ম নিল এনজে জুটির নতুন সন্তান

Published : Jan 26, 2020, 08:24 PM ISTUpdated : Jan 27, 2020, 12:08 PM IST

২৫ জানুয়ারি শনিবার মধ্য রাতে সেজে উঠল কলকাতার এক পাঁচতারা হোটেল। সেখানেই প্রকাশ্যে এল নুসরত জাহান ও নিখিল জৈনের নতুন উদ্যোগ ইউভ-এর লুক। জন্ম নিল তাঁদের স্বপ্নের ব্র্যান্ড। সেই উপলক্ষ্যেই নয়া লুকে ধরা দিলেন দেশি গার্ল। ফ্যাশন শো-তে উষ্ণতা ছড়ালেন একাধিক অভিনেত্রী। 

PREV
110
নুসরতের স্বপ্নপূরণ, মধ্যরাতে জন্ম নিল এনজে জুটির নতুন সন্তান
শনিবার জন্মনিল রঙ্গোলীর নতুন ব্র্যান্ড ইউভ। সেই উপলক্ষ্যেই নিখিলের সঙ্গে নুসরত হাজির হলেন ফ্যাশন শো-তে।
210
একগুচ্ছ নতুন পোশাকের কালেকশন নিয়ে হাজির এনজে জুটি। নতুন প্রজন্মের নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়েই তাঁরা এবার হাজির হলেন শহর কলকাতায়।
310
এদিন ফ্যাশন শো-এর পর কেক কেটে সেলিব্রেশনে মালতেলন তাঁরা। নিজে হাতে শ্বাশুড়িকে কেক খাইয়ে দিলেন নুসরত।
410
এই পার্টিতেই নিজেদের স্বপ্নের কথা জানান নিখিল নুসরত। কথায় কথায় উঠে আসে নুসরতের পোশাক ব্যবসায়ে আসার ইচ্ছের কথা। সেই কথা ফাঁস করেন মিমি চক্রবর্তী।
510
নয়া লুকে এদিন ধরা দিলেন নুসরত জাহান। তিনি জানালেন তাঁর এই স্বপ্ন সত্যি হত না যদি তিনি পাশে নিখিলকে না পেতেন।
610
নুসরত ও নিখিলের ডিজাইন করা পোশাক পরেই এদিন পার্টিতে হাজির হয়েছিলেন মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন তনুশ্রী দত্ত। তাঁরাও এদিন নজর কাড়লেন হট লুকে।
710
তাঁদের এই উদ্যোগের পাশে দাঁড়াতে এদিন ফ্যাশন শো-তে হাজির হয়েছিলেন একাধিক টলি-তারকা। মোট চার রাউন্ডে উপস্থাপনা করা হয় নতুন পোশাকের।
810
একই সুর এদিন শোনা যায় নিখিলেন কণ্ঠে। তিনিও এদিন জানান যে নুসরত না থাকলে হয়তো এই স্বপ্ন স্বপ্নই রয়ে যেত।
910
এদিন পার্টিতে সকলের সঙ্গে নিখিলও হাঁটলেন। সঙ্গ দিয়েছিলেন একগুচ্ছে টলিউড তারকা। এই পার্টিতে নয়া লুকে ধরা দিয়েছিলেন নুসরত জাহান।
1010
মিমি ও তনুশ্রীও নুসরতের বিষেয় মুখ খুললেন। জানালেন নয়নার জন্যই নিখিল, আর নিখিলের জন্যই নয়না।
click me!

Recommended Stories