শিশুশিল্পী দিয়ে শুরু এখন তিনি টলিউডের প্রতিভাময়ী অভিনেত্রী সুরঙ্গনা

'ওপেন টি বায়োস্কোপ' থেকেই জনপ্রিয়তা, আর তারপরে আরও অন্যান্য ছবি সহ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে এই মুর্হুতে ঋদ্ধি সেনের সঙ্গে তাঁর নাম বেশ শোনা যাচ্ছে। তিনি হলেন টলিউডের অভিনেত্রী সুরঙ্গনা বন্দোপাধ্যায়। সুন্দর সাবলীল অভিনয়ে বেশ মানানসই লাগে তাঁকে, আর যদি ঋদ্ধি সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তাহলে তো সোনায় সোহাগা। দেখে নিন একনজরে সেই টলিউডের অভিনেত্রী সুরঙ্গনা বন্দোপাধ্যায়-কে। 

debojyoti AN | Published : Aug 30, 2019 12:35 PM IST / Updated: Aug 30 2019, 06:08 PM IST
16
শিশুশিল্পী দিয়ে শুরু এখন তিনি টলিউডের প্রতিভাময়ী অভিনেত্রী সুরঙ্গনা
পর্দায় সুরঙ্গনা-কে প্রথম দেখা যায় একটি নাচের রিয়্যালিটি শো-তে। সেখানে তাঁকে শিশুশিল্পী হিসাবে দেখা যায়।
26
২০০৮ সালে তাঁকে একটি ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা যায়। ছবিটির নাম ছিল 'আয়নাতে'। ছবিটিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন।
36
এছাড়া বাংলা মেগা সিরিয়ালেও দেখা গিয়েছে সুরঙ্গনা-কে ।
46
'ওপেন টি বায়োস্কোপ' তাঁর প্রথম ছবি বড়পর্দায়। সেখানেই প্রথম ঋদ্ধি ও সুরঙ্গনা-কে একসঙ্গে দেখা যায়।
56
এরপর থেকেই ঋদ্ধি ও সুরঙ্গনা-কে নিয়ে জোর জল্পনা শুরু হয়। শোনা গিয়েছে তাঁরা নাকি সম্পর্কে রয়েছেন। অনেক বারই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদেরকে। তবে তাঁদের মধ্যে যে গভীর বন্ধুতের সম্পর্ক রয়েছে তা তাঁদের ছবি থেকে স্পষ্ট।
66
এছাড়া সুরঙ্গনা-কে দেখা গিয়েছে সমান্তরাল, গল্প হলেও সত্যি, গয়নার বাক্স-র মতো সিনেমাগুলিতে।
Share this Photo Gallery
click me!

Latest Videos