দেওরের বিয়েতে বউদি প্রিয়ঙ্কা মুগ্ধ করলেন! কেমন সাজলেন দেশি-গার্ল
কিছুদিন আগেই রাজকীয় কায়দায় বিয়ে করেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। এবার পালা নিকের ভাইয়ের। প্যারিসে একেবারে স্বপ্নের মতো সাজানো জায়গায় বিয়ে করছেন তাঁরা। দেখে নেওয়া যাক দেওরের বিয়েতে কেমন সাজলেন পিগিচ চপস।
swaralipi dasgupta | Published : Jun 30, 2019 3:04 PM
প্রিয়ঙ্কা এদিন একটি গোলাপি রংয়ের ট্রান্সপারেন্ট শাড়ি পড়েন। প্লাঞ্জড নেক ব্লাউজ ছিল নজর কাড়ার মতো।
জো জোনাস ও সোফি টার্নারের এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের জন্য় প্যারিসে রয়েছে জোনাস পরিবার।
জো ও সোফির বিয়েকে একসঙ্গে জোফিওয়েডিং বলা হচ্ছে। ১ মে লাস ভেগাসে প্রথম পর্বের বিয়ে সেরেছিলেন জো জোনাস ও সোফি।
বিয়েতে ড্রেস কোড ছিল গোলাপি রংয়ের পোশাক। প্যারিসে গিয়েও শাড়ি পরেছেন দেশি গার্ল। আর তাতেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
নানা ব্যস্ততার মধ্যে পরিবারের বিয়েতে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন প্রিয়ঙ্কা ও নিক।
দেওরের বিয়ে বলে কথা। বউদি তাই ছবির জন্য ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত।
কিছুদিন আগেই একটি ক্রজ পার্টিতে দেখা গিয়েছিল নিক প্রিয়ঙ্কাকে। দুজনেই একান্তে সময় কাটাচ্ছিলেন।
সে সময়ে চুম্বন রত অবস্থায় হঠাৎই পা ফসকে যায় প্রিয়ঙ্কার। তখনই আগলে ধরে ফেলেন নিক।