কে বলে নিজেকে নগ্ন করে দিলেই সব শরীরি সৈন্দর্যের প্রকাশ ঘটে। কিন্তু কিছু সময় হয়তো উন্মুক্ততার উসকানিতে শরীরে হালকা নিভারণতাও তৈরি করে এক অন্য কাহিনি। যার কেন্দ্রে ২০২১-এ স্থান করে নিলেন জো ক্রাভিটজ। বিল লিটল লাইজ-এর তারকা এমন এক পোশাকে আবির্ভূতা হন যার তাঁর শরীরে প্রতিটি কোণ থেকে বিভাজিকাকে স্পর্ষ্ট করে তুলেছিল। না, এখানে কোনও উদ্দাম নগ্নতার ছোঁয়া ছিল না কিন্তু, ছিল নিরাভরণ হয়েও নিরাভরণ না থাকার এক দৌত্যনা। যা ২০২১-এর সেলিব্রিটি ফ্যাশন স্টেটমেন্টের এক উজ্জ্বল উদাহরণ।