উক্ত মুভিতে বিজয়ের সাথে রশ্মিকার লিপলক সিকোয়েন্সটিকে নানাভাবে উপহাস করা হয়েছিল। কখনো বিতর্ক আবার কখনো ট্রোলয়ের মুখে পড়েন অভিনেত্রী। অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, তিনি সেই সময়ে বিতর্কের জন্য প্রচুর লড়াই করেছিলেন, নানারকম ভাবে অপ্রস্তুত মুহূর্তের মধ্যে দিয়ে সময় কাটাতে হয়েছিল তাকে।