Shocking! আয়কর হানার ভয়ে সিটিয়ে থাকতেন সামান্থা, গোপন কথা ফাঁস করে দিলেন অভিনেত্রী নিজেই

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভুর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী  হলেন সামান্থা রুথ প্রভু। কফি উইথ করণ সিজন ৭-এ সেকথা স্বীকারও করে নিয়েছেন করণ জোহর। করণ শো মানেই ব্যক্তিগত কথা উঠে আসবেই আর সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই আমজনতার। অভিনেত্রর খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ঠিক সেই মতো নাগা চৈতন্যর প্রসঙ্গও উঠে আসে। মাত্র ৪ বছর একসঙ্গে থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। শোনা যায়, ২৫০ কোটি টাকার খোরপোষ নিয়েছে সামান্থা। এ প্রসঙ্গে সামান্থা জানান, এই কথা শোনার পর থেকেই রোজ ভয়ে থাকতাম, আমার বাড়িতে না আয়কর হানা দেন। 
 

Riya Das | Published : Jul 23, 2022 7:33 AM IST
19
Shocking! আয়কর হানার ভয়ে সিটিয়ে থাকতেন সামান্থা, গোপন কথা ফাঁস করে দিলেন অভিনেত্রী নিজেই


সামান্থা রুথ প্রভুকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক ছক ভেঙে  নিজেকে প্রমাণ করছেন সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান ২-এর যৌনদৃশ্য, এবং পুষ্পা-য় আইটেম গান সামান্থা শরীরী শিহরণ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। 

29

বিগত কয়েক মাস ধরেই ডিভোর্স-বিতর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। ডিভোর্সের পরও নাগা চৈতন্যর স্ত্রী হিসেবে নয়,বরং নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন সামান্থা।  ২০১৭ সালে বিয়ের আগে দীর্ঘ সময় লিভ-ইন রিলেশনশিপে ছিলেন এই কাপল। এখনও এই হিট জুটিকে নিয়ে চর্চা চলেই আসছে।

39

 অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর  প্রেমে পড়েছিলেন তারপরই বিয়ে। যদি সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৪ বছর একসঙ্গে থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু।
 

49

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভুর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী  হলেন সামান্থা রুথ প্রভু। 
 

59

কফি উইথ করণ সিজন ৭-এ সেকথা স্বীকারও করে নিয়েছেন করণ জোহর। করণ শো মানেই ব্যক্তিগত কথা উঠে আসবেই আর সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই আমজনতার। অভিনেত্রর খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ঠিক সেই মতো নাগা চৈতন্যর প্রসঙ্গও উঠে আসে।
 

69


সূত্র থেকে শোনা যায়, বিবাহ বিচ্ছেদের পর ২৫০ কোটি টাকার খোরপোষ নিয়েছিলেন সামান্থা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা।  অভিনেত্রীকে করণ প্রশ্ন করেন , বিয়ে ভাঙার পর সবথেকে খারাপ গুজব কী ছিল? এর যোগ্য জবাবও দিয়েছেন সামান্থা।

79

সামান্থা রসিকতা করে জানান, আমার বিয়ে ভাঙার পর শুনলাম আমি নাকি নাগার থেকে খোরপোষ বাবদ ২৫০ কোটি টাকা নিয়েছি। এই কথা শোনার পর থেকেই রোজ ভয়ে থাকতাম, আমার বাড়িতে না এবার আয়কর হানা দেন। তবে পরে হয়তো সকলের মনে হয়েছে সামান্থা এত টাকা চাইতে পারে না।
 

89

সামান্থা কফি উইথ করণ সিজন ৭-এ আরও জানান, আমি এই ২৫০ কোটি টাকা খোরপোষের খবর শুনে খুব একটা অবাক হই নি। কারণ আমার জীবনের অনেকটাই এই সাধারণ মানুষদের জন্য। এছাড়া বিচ্ছেদের পর বাড়িতে বসে থাকতে পারিনি। আমি অনেকের কাছেই বাধ্য উত্তর দিতে। তবে আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়েছে। তাই খোরপোষের প্রশ্নই উঠছে না।

99

সামান্থা নিজের জীবন প্রসঙ্গে আরও জানান, আমি হয়তো জীবনের অঙ্কে কখনও এ পাইনি। তবে আমি কিন্তু সি পেয়েই ভীষণ খুশি। বরং আমি এটাই মনে করি জীবনে এ পাওয়ার চেয়ে সি পাওয়া অনেক ভাল। বিচ্ছেদের কিছুদিন পর থেকেই নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা । কখনও বন্ধুদের সঙ্গে ভ্যাকেশন ট্রিপে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া থেকে নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন সামান্থা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos