স্পর্শ থেকে কোভিড ছড়ায়, তবে এরা গাল টিপে আদর করছে ! আজ্ঞে হ্য়া স্পর্শ থেকে কোভিড ছড়ায় এটা ঠিকই, তবে এরা প্রত্যেকেই হাত স্যানিটাইজ করেছেন, নিয়েছেন কম বেশি ভ্যাকসিনও। তবে মিলেছে শুটিংয়ের অনুমতি। যদিও এটা আমরা সবাই জানি যে সতর্ক থাকলে কোভিডকে নিয়ন্ত্রণ করা যায়, তাই তো দিনের সিংহভাগ কাটিয়ে শুটিং স্পটই আদতে হয়ে ওঠে ক্যামেরার বাইরেও সম্পূর্ণ পরিবার।