ইংল্যান্ডের সুন্দর শহর লিডস-এ পা রেখেছেন বাংলার তথা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী, তাঁর নাম ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের দীপ্তিময় কিছু ছবি।
‘তুমি যাকে ভালোবাসো’ আর কিন্তু বাংলায় বন্দি নেই, এবার বাংলার স্বনামধন্যা নেপথ্য কণ্ঠশিল্পী পৌঁছে গিয়েছেন সোজা ইংল্যান্ডে।
27
পশ্চিম ইয়র্কশায়ারে আয়ার নদীর উপত্যকায় রঙিন শহর লিডস। বাংলা থেকে প্রায় কয়েক আলোকবর্ষ দূরে। তবু, সেখানেই হঠাৎ বেজে উঠতে পারে, ‘ইনি বিনি টাপা টিনি, টানা টুনি টাসা’-র মেঠো সুর।
37
কারণ, সুন্দর শহর লিডস-এ পা রেখেছেন বাংলার তথা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী, তাঁর নাম ইমন চক্রবর্তী।