করোনা অতিমারিকাল (Covid-19 Pandemic) থেকেই বারবার মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। লকডাউনের জেরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের একে একে ঘরে ফিরতে সাহায্য করেছিলেন তিনি। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ যে কোনও ধরণের সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন সোনু সুদ।