বালিশ দিয়ে নিজেকে মুড়লেন 'বাহুবলি' নায়িকা, নয়া ফ্যাশনে উষ্ণতায় মজেছে নেটিজেনরা

করোনা আতঙ্কে গৃহবন্দি সকলেই। তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই মজেছেন সোশ্যাল ট্রেন্ডে। লকডাউনের বন্দিদশা উপভোগ করতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নয়া চ্যালেঞ্জে মাতছে তারকারা। কখনও টি-শার্ট চ্যালেঞ্জ তো কখন পুরোনো-নতুন চ্যালেঞ্জ, আবার কখনও বালিশ চ্যালেঞ্জ। তবে সমস্ত চ্যালেঞ্জকে ছাপিয়ে গেছে এই বালিশ চ্যালেঞ্জ। উন্মুক্ত শরীরকে কীভাবে একটি মাত্র বালিশ দিয়ে ঢেকে রাখা যায় এটাই হল সেই চ্যালেঞ্জ। এই বালিশ দিয়ে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুললেন বাহুবলি নায়িকা তামান্না  ভাটিয়া। দেখে নিন বোল্ড লুকের একগুচ্ছ ছবি।

Riya Das | Published : Apr 27, 2020 10:59 AM / Updated: Apr 27 2020, 11:21 AM IST
110
বালিশ দিয়ে নিজেকে মুড়লেন 'বাহুবলি' নায়িকা, নয়া ফ্যাশনে উষ্ণতায় মজেছে নেটিজেনরা

লকডাউনে যখন সকলেই ঘরবন্দি। তখন তামান্নার এই ছবিতেই মজেছেন নেটিজেনরা।

210

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার ধরে রাখার জন্য অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্নাও এবার সেই তালিকায়।

310

কখনও টি-শার্ট চ্যালেঞ্জ তো কখন পুরোনো-নতুন চ্যালেঞ্জ, আবার কখনও বালিশ চ্যালেঞ্জ। তবে সমস্ত চ্যালেঞ্জকে ছাপিয়ে গেছে এই বালিশ চ্যালেঞ্জ। 

410


লকডাউনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে এই বালিশ চ্যালেঞ্জ।উন্মুক্ত শরীরকে কীভাবে একটি মাত্র বালিশ দিয়ে ঢেকে রাখা যায় এটাই হল সেই চ্যালেঞ্জ। 

510

এবার এই বালিশ দিয়ে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুললেন বাহুবলি নায়িকা তামান্না  ভাটিয়া। 

610

পুরো খোলা শরীরে শুধুমাত্র একটা বালিশ দিয়েই স্টাইলিশ ভঙ্গিতে এই চ্যালেঞ্জ নিয়ে নেটদুনিয়া কাঁপাচ্ছেন তামান্না। বালিশ জড়িয়ে মাটিতে শুয়ে বোল্ড অবতারে নেটিজেনদের নজর কেড়েছেন বাহুবলি নায়িকা।

710

নিজের ইনস্টাগ্রামে এই বালিশ চ্যালেঞ্জের ছবি পোস্ট করে আগুন জ্বালিয়েছেন অভিনেত্রী।

810

লকডাউনের বন্দিদশা উপভোগ করতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নয়া চ্যালেঞ্জে মাতছে তারকারা। 

910

আপাতত বালিশ চ্যালঞ্জ নিয়েই সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটের শীর্ষে রয়েছে তামান্না ভাটিয়া। 

1010

তার শরীরী ভঙ্গিমা দেখতে নেটদুনিয়ায় উপচে পড়ছে ভিড়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ছবি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos