করোনা আতঙ্কে গৃহবন্দি সকলেই। তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই মজেছেন সোশ্যাল ট্রেন্ডে। লকডাউনের বন্দিদশা উপভোগ করতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নয়া চ্যালেঞ্জে মাতছে তারকারা। কখনও টি-শার্ট চ্যালেঞ্জ তো কখন পুরোনো-নতুন চ্যালেঞ্জ, আবার কখনও বালিশ চ্যালেঞ্জ। তবে সমস্ত চ্যালেঞ্জকে ছাপিয়ে গেছে এই বালিশ চ্যালেঞ্জ। উন্মুক্ত শরীরকে কীভাবে একটি মাত্র বালিশ দিয়ে ঢেকে রাখা যায় এটাই হল সেই চ্যালেঞ্জ। এই বালিশ দিয়ে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুললেন বাহুবলি নায়িকা তামান্না ভাটিয়া। দেখে নিন বোল্ড লুকের একগুচ্ছ ছবি।