কাস্টিং কাউচের ভয়ঙ্কর থাবা তাঁর দিকেও এগিয়েছিল, সোহিনী আজও ভুলতে পারেননি সেই দুঃস্বপ্নের দিনগুলি

নায়িকার নাম সোহিনী সরকার। আজ্ঞে হ্যাঁ ঠিকই পড়েছেন। আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে ও রয়েছে ভয়ঙ্কর রাক্ষসেরা। তাদের থাবায় পড়তে পড়তে বেঁচে গিয়েছেন সোহিনী। কেরিয়ারের শুরুর সেইসব দিনের কথা মনে পড়লে এখনও মনটা ভারী হয়ে যায় নায়িকার। আজকের জনপ্রিয় অভিনেত্রী তার কেরিয়ার শুরু করেছিলেন সিরিয়াল থেকে। সিরিয়ালের শুরুতেই এক ব্যক্তি তাকে খারাপ ভাবে স্পর্শ করার চেষ্টা করেন। কিন্তু অভিনেত্রী কোনোভাবেই তার খারাপ উদ্দেশ্য সফল হতে দেননি। সোহিনী জানিয়েছেন সেই ব্যক্তি নাকি টিমের সকলের সামনে প্রচন্ড খারাপ ভাবে অপমান করেন অভিনেত্রীকে। সেই তিনিই আবার মেকআপ রুমে গিয়ে সম্পূর্ন অন্য রূপ ধারণ করেন। মেকআপ রুমে গিয়ে অভিনেত্রী কে খারাপ ভাবে স্পর্শ করেন সেই ব্যক্তি। কিন্তু শেষমেশ তার খারাপ উদ্দেশ্য ব্যর্থ করে দেন অভিনেত্রী। যদিও সেই খারাপ লোকের নাম নায়িকা জানাননি। কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে সেই ব্যক্তির কেরিয়ার আজ ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ঘটনাটি ২০০৫-২০০৬ সালের দিকে হয়েছিল। অভিনেত্রীর কথায়, ' যোগ্যতার অভাবে সেইসমস্ত রাক্ষসদের আজ জায়গা নেই ইন্ডাস্ট্রিতে '। তিনি জানিয়েছেন সেই খারাপ সময়ে তার পাশে পেয়েছিলেন সেটের সহকর্মীদের। সেই সময় সোশ্যাল মিডিয়ায় এতো চলও ছিল না, সেই জন্যই সেই ব্যক্তি এতোটা সাহস পেয়েছিলেন।

Senjuti Dey | Published : Jul 6, 2022 7:02 AM IST
110
কাস্টিং কাউচের ভয়ঙ্কর থাবা তাঁর দিকেও এগিয়েছিল, সোহিনী আজও ভুলতে পারেননি সেই দুঃস্বপ্নের দিনগুলি

নায়িকার নাম সোহিনী সরকার। আজ্ঞে হ্যাঁ ঠিকই পড়েছেন। আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে ও রয়েছে ভয়ঙ্কর রাক্ষসেরা। তাদের থাবায় পড়তে পড়তে বেঁচে গিয়েছেন সোহিনী। 

210

কেরিয়ারের শুরুর সেইসব দিনের কথা মনে পড়লে এখনও মনটা ভারী হয়ে যায় নায়িকার। আজকের জনপ্রিয় অভিনেত্রী তার কেরিয়ার শুরু করেছিলেন সিরিয়াল থেকে। 

 

আরও পড়ুনঃ বাংলা সিরিয়ালের এই মুহূর্তের অন্যতম সেরা সুন্দরী রুকমা রায়ের যেসব ছবি দেখলে মুগ্ধ হবেন আপনিও

310

সিরিয়ালের শুরুতেই এক ব্যক্তি তাকে খারাপ ভাবে স্পর্শ করার চেষ্টা করেন। কিন্তু অভিনেত্রী কোনোভাবেই তার খারাপ উদ্দেশ্য সফল হতে দেননি। 

 

আরও পড়ুনঃ একসাথে পিলু ও খেলনাবাড়ি, রথ-যাত্রা স্পেশাল এপিসোড, রথের দিন জমজমাট জি বাংলা

410

সোহিনী জানিয়েছেন সেই ব্যক্তি নাকি টিমের সকলের সামনে প্রচন্ড খারাপ ভাবে অপমান করেন অভিনেত্রীকে। সেই তিনিই আবার মেকআপ রুমে গিয়ে সম্পূর্ন অন্য রূপ ধারণ করেন। 

 

আরও পড়ুনঃ করণ জোহরের শো-তে একে অপরের মুখোশ খুলে দিয়েছেন এই সেলেব-দম্পতিরা!

510

মেকআপ রুমে গিয়ে অভিনেত্রী কে খারাপ ভাবে স্পর্শ করেন সেই ব্যক্তি। কিন্তু শেষমেশ তার খারাপ উদ্দেশ্য ব্যর্থ করে দেন অভিনেত্রী। 
 

610

যদিও সেই খারাপ লোকের নাম নায়িকা জানাননি। কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে সেই ব্যক্তির কেরিয়ার আজ ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। 

710

ঘটনাটি ২০০৫-২০০৬ সালের দিকে হয়েছিল। অভিনেত্রীর কথায়, ' যোগ্যতার অভাবে সেইসমস্ত রাক্ষসদের আজ জায়গা নেই ইন্ডাস্ট্রিতে '। 
 

810

তিনি জানিয়েছেন সেই খারাপ সময়ে তার পাশে পেয়েছিলেন সেটের সহকর্মীদের। সেই সময় সোশ্যাল মিডিয়ায় এতো চলও ছিল না, সেই জন্যই সেই ব্যক্তি এতোটা সাহস পেয়েছিলেন।

910

সোহিনী টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। সত্যবতী রুপে তাকে দর্শক ভীষণ পছন্দ করেন। মন্দার ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল।
 

1010

পাহাড়ে ঘুরতে ভীষণই ভালবাসেন সোহিনী। ছুটি পেলেই পাহাড়ে চলে যান তিনি। সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড জনপ্রিয় তিনি। প্রায়ই নো মেকআপ লুকে সাবলীল ভাবে ধরা দেওয়ার জন্য দর্শকেরা তাকে ভীষণ পছন্দ করেন।v

Share this Photo Gallery
click me!

Latest Videos