এমএমএস কেলেঙ্কারি তে ফাঁসানোর চেষ্টা হয়েছিল যেসব দক্ষিণী অভিনেত্রীদের

Published : Aug 13, 2022, 04:58 PM IST

সম্প্রতি বহু দক্ষিণী অভিনেত্রীর এমএমএস ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। ঘটনায় চমকে গিয়েছেন সকলেই। জানেন কি কোন কোন দক্ষিণী অভিনেত্রীর এমএমএস ভিডিও লিক হয়েছে?চলুন জেনে নেওয়া যাক

PREV
14
এমএমএস কেলেঙ্কারি তে ফাঁসানোর চেষ্টা হয়েছিল যেসব দক্ষিণী অভিনেত্রীদের

লকআপ এর প্রতিযোগী অঞ্জলি অরোরার একটি বিশাল ফ্যানবেস রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি যেতে ফাঁস হয়েছে তাঁর এমএমএস ভিডিও। তবে যদিও জানা যাচ্ছে তাঁর মুখটি এডিট করে ভিডিওতে থাকা মেয়ের মুখের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

24

দক্ষিণী হার্টথ্রব নয়নতারা ও সিম্বুর লিপলকের ছবি ভাইরাল হয়ে যায় নেটে। এই নিয়েও দারুন হৈচৈ সৃষ্টি জয়, যদিও দুজনের কেউই মুখ খোলেননি এই বিষয়ে।

34

তৃষাও বাদ পড়েননি এমএমএস ভিডিও থেকে। একসময় তাঁর ও একটি এমএমএস ভিডিও লিক হয়েছিল যখন তিনি মডেলিং করতেন, তবে অভিনেত্রী পরে জানান ওই মেয়েটি তিনি নন।

44

দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকার এমএমএস ভিডিও ফাঁস হয়ে যায় অনলাইনে। অনুগামীদের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

click me!

Recommended Stories