২০১৯-এ একাধিক টলি-তারকা সাত পাকে বাঁধা পড়লেন। বছরের প্রথম থেকেই একের পর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসেছেন। কেউ বিয়ে পর্ব সেরেছেন চুপিসারে, কেউ আবার বিয়ে সারলেন মহা ধুমধামে। বছর শেষে আরও একবার ফিরে দেখা সেই মুহুর্ত।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ঃ এপ্রিল মাসে রোশন সিং-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন শ্রাবন্তী। পাঞ্জাবী মতে চুপিসারে বিয়ে সেরেছিলেন নায়িকা।
25
নুসরত জাহানঃ বোদরুমে চোখ ধাঁধাঁনো বিয়ের আসর বসিয়ে ছিলেন নুসরত জাহান। বেশ কয়েকবছর নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে থাকার পর ২০১৯-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিখিল-নুসরত। বছরের সব থেকে বেশি আকর্ষণীয় ছিল নুসরতের বিয়ে থেকে রিসেপশন।