২০১৯ সালে প্রথম থেকেই বলিউডের বৃহস্পতি তুঙ্গে। একের পর এক হিট ছবি থেকে শুরু করে বক্স অফিস সংগ্রহ, বিভিন্ন ভাবে ফুলে ফেঁপে রয়েছে এই বছরের বি-টাউন। তবে তার জের যে ২০২০-তেও থাকবে সে কথা এখন থেকেই অনুমান করা যায়। কারণ ২০১৯ থেকেই একাধিক ছবি রয়েছে খবরের শীরোনামে। যা ২০২০ সালে মুক্তি পেতে চলেছে।