সকলে যখন আহিরের সোলো পারফরমেন্স দেখছিল তখন তার মাঝে হঠাৎ ভিডিও-র একটা জায়াগায় দেখা যায় পিলু কাউকে বলছে, রঞ্জার সঙ্গে ওস্তাদজির বিয়ে ভাঙতেই হবে। আর শোনার পর তো একেবারে ক্ষেপে ব্যোম আহির। পিলুকে সে জানিয়েছে যদি এই ঘটনা সত্যি হয় তাহলে সে কোনওদিন আর পিলুর মুখ দেখবে না।