জি বাংলার সিরিয়াল পিলু-র বিশেষ দোল উৎসব পর্ব, কী রয়েছে পরতে পরতে, দেখুন ছবি

১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত পিলু তাঁর পরিবারের সঙ্গে কীভাবে হোলি সেলিব্রেট করবে সেটা দেখতে মুখিয়ে রয়েছে ছোট পর্দার দর্শকরা। পিলু ধারাবাহিকের নিয়মিত যারা দর্শক তাঁরা জানেন যে এই মুহুর্তে শ্বশুরবাড়িতে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে আহিরের অর্ধাঙ্গিনী। কারন রঞ্জা ইতিমধ্যেই ছক করে সকলের কাছে পিলুকে মিথ্যাবাদী প্রমাণ করে ফেলেছে। পিলু কী পারবে নিজেকে সঠিক প্রমান করতে, সেটা দেখতে চোখ রাখতে হবে পিলুর হোলি স্পেশাল এপিসোডে।
 

Kasturi Kundu | Published : Mar 16, 2022 11:27 AM IST
18
জি বাংলার সিরিয়াল পিলু-র বিশেষ দোল উৎসব পর্ব, কী রয়েছে পরতে পরতে, দেখুন ছবি

বসন্তের রং শুধু আমার আমার আপনার মনেই লাগে এমনটা কিন্তু মোটেই নয়। রুপোলি দুনিয়ার তারকাদের মনেও লাগে হোলির রং। আর সেই বসন্ত উৎসবের বিশেষ মুহুর্তটা পর্দার ওপার থেকে দর্শকের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা-অভিনেত্রীরা। আগামী ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক পিলু-র গোটা টিম আসছে আপনাদের সঙ্গে হোলির আনন্দ ভাগ করে নিতে। 

28

১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত পিলু তাঁর পরিবারের সঙ্গে কীভাবে হোলি সেলিব্রেট করবে সেটা দেখতে মুখিয়ে রয়েছে ছোট পর্দার দর্শকরা। 
পিলু ধারাবাহিকের নিয়মিত যারা দর্শক তাঁরা জানেন যে এই মুহুর্তে শ্বশুরবাড়িতে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে আহিরের অর্ধাঙ্গিনী। কারন রঞ্জা ইতিমধ্যেই ছক করে সকলের কাছে পিলুকে মিথ্যাবাদী প্রমাণ করে ফেলেছে।

38

সকলে যখন আহিরের সোলো পারফরমেন্স দেখছিল তখন তার মাঝে হঠাৎ ভিডিও-র একটা জায়াগায় দেখা যায় পিলু কাউকে বলছে, রঞ্জার সঙ্গে ওস্তাদজির বিয়ে ভাঙতেই হবে। আর শোনার পর তো একেবারে ক্ষেপে ব্যোম আহির। পিলুকে সে জানিয়েছে যদি এই ঘটনা সত্যি হয় তাহলে সে কোনওদিন আর পিলুর মুখ দেখবে না।
 

48

এদিকে পিলুও হার মানার পাত্রী নয়। প্রমান জোগাড় সে করবেই, এমনটাই কথা দিয়েছে তাঁর ওস্তাদজিকে। পিলু কী সত্যিই পারবে নিজেকে সঠিক প্রমান করতে নাকি সত্যিই আহির আর কোনও দিন তাঁর মুখ দেখবে না...এই টানটান উত্তেজনা নিয়েই হোলি স্পেশাল এপিসোডে দর্শকের মনোরঞ্জন করবে পিলু। 

58

দোলের দিন যখন সবাই রং খেলায় ব্যস্ত তখন আহিরের হাতে এসে একটা সিডি হাতে তুলে দেবে পিলু। কী রয়েছে সেই সিডিতে, পিলু কী সত্যিই পারবে রঞ্জার মুখোশ সকলের সামনে টেনে খুলে দিতে। সেই অপেক্ষাতেই প্রহর গুনছে পিলুর দর্শক। 

68

সত্যিই যদি পিলু রঞ্জার আসল চেহারা সকলের সামনে মেলে ধরে তাহলে কী আহির পিলুকে আর ভুল বুঝবে? নাকি পিলুর কাছে আহির নিজের ভুল বোঝার জন্য ক্ষমা চেয়ে নেবে। হোলির রং-এ কী তাহলে আহির-পিলুর দাম্পত্যেও ভালবাসার রং লাগবে...এই সকল প্রশ্ন যেন ঢেউ তুলছে পিলু ভক্তদের মনে। 

78

 আর মাত্র দুদিনের অপেক্ষা। তারপরই পিলুর দর্শকের সামনে আসবে সেই মুহুর্ত যখন পিলু হয় নিজেকে সঠিক প্রমান করবে না হয় শ্বশুর বাড়িকে চিরদিনের মত বিদায় জানাবে। গল্প কোন দিকে মোড় নেয় এখন তারই অপেক্ষা। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত পিলুর হোলি স্পেশাল এপিসোডের অপেক্ষায় ছোট পর্দার দর্শকবৃন্দ। 
 

88

হলুদ শাড়িতে নববধঊ পিলুর দিক থেকে চোখ ফেরানো দায়। উৎসবের আনন্দের মাঝে স্বমহিমায় এসে যখন আঙিরের হাতে সিডি-টা তুলে দেবে তখন কিছুটা হলেও অবাক হবে ওস্তাদজি। সেই সঙ্গে রয়েছে আরও একটা প্রশ্ন। পিলু যদি নিজেকে একবার সঠিক প্রমাণ করে ফেলে তাহলে রঞ্জার ঠিক কী হবে...

Share this Photo Gallery
click me!

Latest Videos