বানাতে পারেন চকোলেট প্রোটিন শেক। আপেল, আমন্ড বাটার, গ্রেট করা ডার্ক চকোলেট, কোকো পাউডার, দুধ, দই দিয়ে এটি বানানো সম্ভব। প্রথমে মিক্সিতে আপেলের টুকরো, দই, কোকো পাউডার, আমন্ড বাটার ও সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছেঁকে একটি গ্লাসে ঢালুন। ওপর থেকে গ্রেট করা চকোলেট দিয়ে গার্নিস করুন।