ডালগোনা কফি থেকে করোনা মিষ্টি, ২০২০-তে ভাইরাল হওয়া খাবারের হদিস

শুক্রবার, বিশ্ব খাদ্য দিবস, যা এক কথায় বলতে গেলে একাধিক খাদ্য রসিকের প্রাণের দিবস। মন খুলে খেতে ও খাওয়াতে ভালো বাসেন যাঁরা, তাঁরা নিত্য দিন কিছু না কিছু খাবারের সন্ধান করেই থাকেন। আর এই ২০২০-তে যে যে খাবর ভাইরাল হয়ে উঠল নেট পাড়ায়, এবার এক নজরে দেখে নেওয়া যাক তার তালিকা...
 

Jayita Chandra | Published : Oct 16, 2020 9:13 AM IST / Updated: Oct 16 2020, 03:18 PM IST

18
ডালগোনা কফি থেকে করোনা মিষ্টি, ২০২০-তে ভাইরাল হওয়া খাবারের হদিস

লকডাউনে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব মহল, এক কথায় সকলেই সোশ্যাল মিডিয়ায় খানিক বেশিই সক্রিয় হয়ে উঠেছেন। তাই যে কোনও বিষয়ই দ্রুত হয়ে উঠছিল ভাইরাল। 

28

ডালগোনা কফি-আর খাবারের তালিকাতে যে পদ সব থেকে বেশি ভাউরাল হয়ে উঠেছিল তা হল ডাল গোনা কফি। সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে ফেলেছেন এতদিনে এই কফি। 

38

করোনা মিষ্টি- করোনার কথা মাথায় রেখেই ভাইরাল হয়ে উঠেছিল করোনা মিষ্টি। করোনা ঠিক কীভাবে সাধারণের পাতে উঠে এসেছিল, তা দেখেছিল কলকাতাবাসী। 

48

ম্যাগি অমলেট- বাইরের খাবার এক প্রকার ছিল লকডাউনে বন্ধ। এই সময় হাতের কাছে থাকা বাড়িতে তৈরি রান্নাই যেন একমাত্র ভরসা। এমনই সময় ভাইরাল হয়ে ওঠে ম্যাগি অমলেট। 

58

ব্যানানা ব্রেড- কলা দিয়ে বানানো ব্রেডই ছিল সাধারণ মানুষের পছন্দের তালিকাতে। তাই ব্রেডও নাম লেখানো এই তালিকাতে। 

68

বিরিয়ানি- বিরিয়ানি হিট লিস্টে ছিল লকডাউনে। বাড়িতেই একাধিক মানুষ বিরিয়ানি বানানো শিখে গিয়েছিল এই লকডাউনের সময়ই। 

78

হোমমেড রেনবো আইস্ক্রিম- বিরিয়ানির মতই আইস্ক্রিমই ছিল সাধারণের নিত্য সঙ্গী। নানা সময় নানা পদ দিয়ে তৈরি আস্ক্রিম নেট দুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল। 

88

শেষপাতে বার্গার- বার্গারের মধ্যে আইস্ক্রিম। শুনতে অবাক লাগলেও, নেট দুনিয়ায় এই পদই ঘুড়ে বেড়িয়েছে গোটা ২০২০ ধরে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos