কফি আমরা অনেকেই খেয়ে থাকি। ক্লান্ত লাগলেই ১ কাপ কফি চাই-ই চাই। কিন্তু, জানেন কি এই কফিই বিপদ ডেকে আনছে আপনার। কফি খেলে সাময়িক ভাব ক্লান্তি দূর হয় ঠিকই কিন্তু, তা মারাত্মক ক্ষতি করে শরীরের। সাময়িক সমস্যা সমাধান হলেও, কিছুক্ষণের মধ্যে আবারও ক্লান্ত লাগে। ক্লান্তি দবর করতে চাইলে দুধ ও চিনি ছাড়া ১ কাপ চা খান। এতে উপকারী।