নিরামিষ স্পেশাল থালিতে থাকবে- ঝুড়ি আলু ভাজা, ভেজিটেবল রোল, বেগুনি, ফুলকপির ডালনা, সরষে ছানার মুথিয়া, পটলের দলমা, লাল শাকের বোড়ি চচ্চড়ি, নারকেল ডিয়ে ছোলার ডাল, ডালের কোচুরি, বাসন্তি পুলাও, খিরের কোচুরি, টোমোট আমসত্বের চটনি, গন্ধরাজ লেবু দিয়ে তৈরি ঘোল, দুধ চমচম আর মিষ্টি দই। এই থালির দাম পড়বে ট্যাক্স ছাড়া ২,৪০০ টাকা।