বানাতে পারেন তালের বড়া। তালের বড়া বানাতে প্রয়োজন ময়দা (এক বাটি), আটা ( এক বাটি), সুজি (এক বাটি), নুন (সামান্য), নারকেল কোরা (১ বাটি), চিনি (পরিমাণ মতো), ঘন তালের শাঁস (পরিমাণ মতো), সাদা তেল (পরিমাণ মতো)। এই কয়টি উপাদান দিয়ে সহজে তৈরি করে ফেলুন তালের বড়া।