এই রেস্তরাঁয় আরও এক ধরনের আইসক্রিম পাওয়া যায়। এই আইসক্রিমের নামও চারকোল। কিন্তু, আইসক্রিমটিকে একটা রয়্যাল লুক দিতে তার উপর সোনা গুঁড়ো করে দেওয়া হয়। যা এক কথায় অনবদ্য। তবে যদি কখনও সোনা চেখে দেখার ইচ্ছে হয়ে তাহলে অন্তত একবার ঢুঁ মারতে পারেন এই রেস্তরাঁয়।