চকোলেট হোক বা ম্যাঙ্গো, স্ট্রবেরি বা বাটার স্কচ শেষ পাতে আইসক্রিম খেতে পছন্দ করেন অনেকেই। রসনার তৃপ্তিতে আইসক্রিমের জন্য ৫০ থেকে ৫০০ কি বড় জোর ১০০০ টাকাও খরচ করেন। কিন্তু, তা বলে ৬০ হাজার টাকা! এ একেবারেই অবিশ্বাস্য। অনেকেই ভাবতে পারেন যে কোথাও কেনও ভুল হচ্ছে। কিন্তু, তা একেবারেই নয়। এটা একেবারে সঠিক কথা। শুধুমাত্র আইসক্রিমের একটি স্কুপের দামই ৬০ হাজার টাকা।