দম লাগাকে হাইসা, ছবির চিত্রনাট্যের সঙ্গে যেন অদ্ভুত মিল অভিনেত্রী। মেদবহুল ফিগার নিয়ে বরের সঙ্গে মনোমালিন্য। সেই অভিনেত্রীই রূপ বদল করে যে পতী পত্নী অউর ও ছবিতে এমন গ্ল্যামার ছড়াবে তা হয়তো কেউ বুঝতে পারনি। একের পর এক ছবিকে ক্রমেই যেন ভুমি হয়ে উঠছেন পার্ফেক্ট ফেস অব সিনসেল টাউন। গ্ল্যামার থেকে ফিগার, দুইয়ের জাদুতেই কাবু দর্শকেরা। অভিনেত্রীর এই গোপন রহস্যের পেছনে রয়েছে তাঁর সিক্রেট ডায়েট।
এসবের পাশাপাশি পরিমাণ মত জল পান করা, নিত্য শরীরচর্চা করা ও নিয়ম মেনে চলা, রাতে সময় মত ডিনার শেষ করেই ঘুম। শ্যুটিং-এর সময় ছাড়া অন্য সময় ঘড়ির কাঁটা ধরে চলেন বলিউড ডিভা ভুমি পেডনেকর।