কলকাতার বুকে নিউইয়ার পার্টি, গালা ডিনার থেকে ডিজে নাইট, কোথায়, খরচ কত, জেনে নিন

Published : Dec 30, 2020, 11:32 AM IST

বছর শেষ। শুরু কাউন্ট ডাউন। হাতে মাত্র আর একটা দিন। নয়া বছরকে স্বাগত জানাতে মরিয়া সকলে। কোনও মতে কাটুক এই বিষময় বছর। সুস্থতা ও আরোগ্য নিয়ে আসুন নতুন বছর। তরতাজা করে তুলুক মানুষের মন প্রাণ। আর সেই আমেজেই গা ভাসিয়ে স্বাগত জানানো নতুন বছরকে। তাই শহরের বুকে এবার কত টাকায় পার্টি কোথায়, রইল তার খোঁজ...

PREV
15
কলকাতার বুকে নিউইয়ার পার্টি, গালা ডিনার থেকে ডিজে নাইট, কোথায়, খরচ কত, জেনে নিন

বৈদিক ভিলেজ- সন্ধ্যে সাতটা থেকে শুরু ৩১শের পার্টি। থাকছে ডিজে নাইট, থাকছে গালা ডিনার। ছয় ঘণ্টার জন্য থাকা যাবে এই  পার্টিতে। 

25

দ্য পার্ক- পার্কে থাকছে ঢালাও মেনু। ৩১ থেকে ১ তারিখ পর্যন্ত চলবে এই বাফে। বুকিং শুরু হয়ে গিয়েছে। মাথাপিছু খরচ ৯০০ টাকা। 

35

স্বভুমি- রাত আটটা থেকে শুরু পার্টি। এই পার্টিতে থাকবে গান, ডিজে, সঙ্গে গালা ডিনার। মাথাপিছু খরচ ৪০০০টাকা। পাঁচ ঘণ্টার জন্য থাকা যাবে। 

45

হার্ডরক ক্যাফে- পার্টির জন্য প্রতিবছরের মত এবারও সেজে উঠছে হার্ডরক ক্যাফে। থাকছে গালা ডিনার, সঙ্গে মিলবে স্পেশ্যাল ইভেন্ট। মাথাপিছু খরচ ২৪৯৯ টাকা। 

55

হলিডে ইন- ৪ ঘণ্টার জন্য চলবে পার্টি। থাকছে ডিজে নাইট, সঙ্গে থাকবে গালা ডিনারের ব্যবস্থা। মাথাপিছু খরচ ১৯৯৯। 

click me!

Recommended Stories