বানাতে পারেন ব্রেড পোহা। এটি বানানো খুবই সহজ। আলু, পেঁয়াজ, সরষে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, লেবুর রস ও ধনেপাতা দিয়ে বানাতে পারেন এই খাবার। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিন। এবার তাতে সরষে দিন। ফুটতে শুরু করলে পেঁয়াজ, হলুদ, নুন, আলু কিংবা অন্য কোনও সবজি দিন। ভাজা হতে শুরু করতে এতে টুকরো করা পাউরুটির টুকরো দিয়ে নাড়ুন। নামিয়ে ধনেপাতা ও পাতিলেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন ব্রেড পোহা।