বড়দিনের (Christmas) পর থেকেই লাগাম ছাড়া ভাবে বেড়েছে করোনার সংক্রমণ। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবারে স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, রাজ্যে দৈনিক সংক্রমণ ১৪ হাজার পার করেছে। কাল রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৭০ জন। এই সময় কম-বেশি অনেকেই জ্বর সর্দি কাশির মতো সমস্যায় ভুগছেন। তবে, জ্বর (Fever) মানেই তা করোনা নয়, এ কথা সকলেই জানি। কিন্তু, সকলেরই একবার পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন। এতে নিশ্চিন্ত হওয়া যাবে। এখন ঘরে বসেই করতে পারেন করোনার পরীক্ষা (Corona Test)। RTPCR টেস্টের পর এই অ্যান্টিজেন (Antigen Test) টেস্টের মাধ্যমে জানা সম্ভব আপনি করোনা আক্রান্ত কি না। জেনে নিন এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত।