রুটিনে তারতম্য করলে ওজন কমা মুশকিল। একদিন হয়তো সকালে এক্সারসাইজ করলেন, একদিন দুপুরে করলেন, তেমনই একদিন বিকেলে এক্সারসাইজ করলেন, এতে কোনও লাভ নেই। ওজন কমাতে চাইলে রোজ নির্দিষ্ট সময় এক্সারসাইজ করতে হবে। আর রোজ নির্দিষ্ট সময় ধরেও এক্সারসাইজ করা প্রয়োজন। তা না হলে ওঝন কমা কঠিন।