সুস্থ থাকতে ও ওজন কমাতে খেতে পারেন গাজরের ডিটক্স ওয়াটার। ব্রুবেরি, আপেল, স্ট্রবেরি, আঙুর প্রয়োজন এই ডিটক্স ওয়াটার বানাতে। একটি কাঁচের বোতলে জল নিন। এতে এই সব কয়টি ফল দিয়ে দিন। সামান্য নুন দেবেন। সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ও সারা দিন ধরে এই জল খান। এতে সুস্বাস্থ্য বজায় থাকবে।