দেশে করোনা (Corona) সংক্রমণের গ্রাফ ফের উর্ধ্বমুখী। এই তালিকা থেকে বাদ পড়েনি রাজ্য (State)। রাজ্যেও ফের বাড়ছে মারণ রোগ আক্রান্তের সংখ্যা। মাঝে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল ঠিকই। কিন্তু ফের পুরনো দিনগুলোর স্মৃতি উঠে আসতে চলেছে বলে আন্দাজ চিকিৎসক মহলে। প্রতিদিনই খবরে আসছে করোনা আক্রান্তের খবর। রাজ্যে ইতিমধ্যে সংক্রমণ ছড়িয়েছে ২ হাজার। শুধু কলকাতায় কাল আক্রান্তের (Affected) সংখ্যা ছিল ১০৯০। এর সঙ্গে বাড়ছে ওমিক্রন (Omicron)। সম্প্রতি, ওমিক্রনে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই সময় কয়টি জিনিস মাথায় রাখুন।