শীতের বাজার ভরে গিয়েছে একাধিক ফলে। এই সময় সবেদা, আমলকি, কমলালেবু, আপেল, বেদানা বাজারে ছেয়ে গিয়েছে। এই সব ফলে ভিটামিন সি, ভিটামিন ও, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার আছে। যা শরীরে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তেমনই পূরণ করে একাধিক ঘাটতি। এই সময় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, পটাসিয়ামে পরিপূর্ণ বেদানা খেতে পারে। এখন সারা বছরই প্রায় সব ফল পাওয়া যায়। এই ফলের গুণে মুক্তি পেতে পারেন একাধিক রোগ থেকে।